মাতৃত্বকে নিরাপদ করতে ও সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাপী পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে। গতকাল চট্টগ্রাম নুরুল উলূম মাদ্রাসায় জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ডা. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। প্রধান অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
ডা. এম এম মাজেদ তার বক্তব্যে বলেন, একজন নারীর জীবনে পূর্ণতা আনে মাতৃত্বের স্বাদ। আর একজন গর্ভবতী মা গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। আর তাই নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে, নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা। এছাড়া, উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস পরোক্ষভাবে মাতৃমৃত্যুর অন্যতর কারণ, তাই মাতৃমৃত্যুর হার কমাতে হলে নারীশিক্ষার হার বাড়াতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, মুহাম্মাদ শফিকুল ইসলাম, ডা. বেলাল হোসাইন, ডা. আনসার আলী, আনোয়ার হোসাইন সুমন, ডা. রফিকুল ইসলাম, রেবেকা আক্তার, শেলিনা আক্তার প্রমুখ।
ইমেজ : বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্ব ধারণে ইমেজ প্রধান কার্যালয় নাসিরাবাদ ক্লিনিক প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত গর্ভবতী মা সমন্বয়ে গতকাল এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্লিনিক ম্যানেজার রণজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেজ সংস্থার প্রতিষ্ঠাতা চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ইমেজ নাসিরাবাদ, জালালাবাদ, চান্দগাঁও, আমানবাজার, কাট্টলী ক্লিনিকের ম্যানেজারবৃন্দসহ গর্ভবতী মাদের উপস্থিতিতে মেডিকেল অফিসার ডা. রিম্পি বড়ুয়া নিরাপদ মাতৃত্বের তাৎপর্য ও করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত অধিকতর স্বল্পমূল্যে সেবা প্রদানের লক্ষ্যে উদ্দিষ্ট মাদের কার্ড বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।