প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ভাষা আন্দোলনই মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক আলোচনা সভা সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ (বেবী)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফর আহমেদ সাদেক, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তাজুল ইসলাম, শুভাশীষ দাশ শুভ, টিটু বড়ুয়া, রবিউল হোসাইন।
আরও বক্তব্য রাখেন আবদুল খালেক, মেজবাহ উদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, এস.এম সেলিম, জয়দেব বৈদ্য, পাপন বড়ুয়া, এস.এম তারেক মিয়া, ইমাম হোসেন, মোহাম্মদ ইউসুফ, সুরজিত বড়ুয়া, মোহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ হাসমত আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি উদ্যোগের উপর নির্ভর না কারে স্ব-উদ্যোগে সমাজে প্রতিটি স্তরে বাংলাভাষা চর্চা করার মানসিকতা তৈরি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।