কেমন আজব গজব ছিল পাকিস্তানের সরকার,
সেসব কথা একটু আজও মনে রাখা দরকার।
ওদের মাথায় ব্রেন ছিল না, ছিল গোবর ভর্তি ,
তুইও তখন যুবক হলে ঘাড়টা চেপে ধরতি।
লিখতে বলে বাংলা আমার উর্দু, রোমান হরফে,
তৃষ্ণা মেটায় স্বচ্ছ পানি, একটু ক্ষতি বরফে।
নদীর কথা বুঝতে যেমন নদীর বুকের ঢেউ পারে,
তেমনি মায়ের মুখের ভাষা ছাড়তে বল কেউ পারে?
সে ছাড়ে না, আমায় বলে দে ছেড়ে তোর বাংলা,
গর্জে ওঠে আমার ঢাকা, সামলা এবার সামলা।
সামলানো কি আর সহজ ব্যাপার? গর্জে ওঠে দেশ,
‘লড়কে লেঙ্গে পাকিস্তান’ তো গুড়েবালি, শেষ।
তারপর তো ভাঙ্গা মনে আর লাগেনি জোড়া,
খান সাহেবের লাল চক্ষুর ধার ধারেছি থোড়া।
আমার ভাষা থাকলো আমার, দেশ নিয়েছি কেড়ে,
পূর্বপুরুষ কয়নি কথা মাটির কণা ছেড়ে।
হারিয়ে গেছে অনেক ভাষা, অনেক ভাষা বিবশ,
আমার ভাষার দাবি বিশ্বে মাতৃভাষা দিবস।