মাতৃভাষায় বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই দেওয়া হয়। খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় ৯০ হাজার বই দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় ৫৯৬টি বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৯৮ হাজার বই বিতরণ করা হয়। জানা গেছে, করোনার কারণে এবার শিক্ষার্থীর পরিবর্তে অভিভাবকদের হাতে বই দেওয়া হচ্ছে। আগামী ১২ দিন বই বিতরণ কার্যক্রম চলবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসককে সরকারি কর্মচারী সমিতির বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল