মাতারবাড়ি সৈকতে ঝাঁপ, ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ির পশ্চিম সমুদ্র সৈকতে ঝাঁপ দিয়ে কামাল হোছাইন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাতারবাড়ি ইউনিয়নের সাইটপাড়া সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোছাইন একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিতামাঝির পাড়া এলাকার মৃত জালাল আহমদের পুত্র।

এলাকাবাসীরা জানান, দুপুরে হঠাৎ দৌড়ে সৈকতে গিয়ে গোসল করতে নামার মতো করে সাগরে ঝাঁপ দেয় কামাল। একপর্যায়ে পানিতে ডুবে যান তিনি। এরপর তাকে উঠে আসতে দেখা যায়নি। কিছুক্ষণ পর ঢেউয়ের তোড়ে তার নিথর দেহ ভেসে আসে সৈকতে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। পরে নিহতের পরিবার খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, গত এক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন কামাল। তাকে সুস্থ করার জন্য বিভিন্ন ডাক্তার ও কবিরাজের চিকিৎসা চলছিল। ভারসাম্য হারানো অবস্থায় তিনি প্রায়ই অস্বাভাবিকভাবে এদিকসেদিক ঘোরাঘুরি করতেন। এ কারণে একপর্যায়ে তাকে পায়ে শিকল দিয়ে বাড়িতে আটকে রাখেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তিনি জোরে চিৎকারচেঁচামেচি করলে পায়ের শিকলের তালা খোলা হয়। তখন দৌড়ে ঘর থেকে বের হয়ে যান তিনি। পরে দুপুরে খবর আসে, সৈকতে গোসলে নেমে তার মৃত্যু হয়েছে। এর আগেও একাধিকবার মানসিক ভারসাম্য হারিয়েছিলেন বলে জানিয়েছে পরিবার।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে মাদকসহ আটক ২
পরবর্তী নিবন্ধজোন্টা ক্লাব অব চিটাগংয়ের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে এওয়ারনেস প্রোগ্রাম