মাতারবাড়ি সমুদ্রবন্দর হবে অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী মাইলফলক

পরিদর্শনকালে এমপি ওয়াসিকা আয়েশা খান

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী মাইলফলক। আর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে উপকূলীয় লোকজনের জীবনমান বদলে যাবে। এসব মেগা প্রকল্প দেশের অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখবে তেমনি অত্র অঞ্চলের জনগণের কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে। গভীর সমুদ্রবন্দর বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতেও আসবে আমূল পরিবর্তন ও সমৃদ্ধি। গতকাল রোববার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এ সময় ওয়াসিকা আয়েশা খান এমপির নেতৃত্বে ছিলো সংসদীয় কমিটির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক উপস্থিত থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান। অন্যান্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া-৩), মোহাম্মদ আছলাম হোসেন সওদাগর এমপি (কুড়িগ্রাম-১), খালেদা খানম এমপি (৩২৭), নার্গিস রহমান এমপি (৩২৫), মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার, কঙবাজার জেলা পরিষদের সদস্য মশরফা জন্নাত, সেলিম উল্লাহ সেলিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গৃহবধূ হত্যার ১৯ দিন পর স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসৃজনশীল মেধা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে