মাতারবাড়ি থেকে বাংলাদেশী পণ্যসহ বোট জব্দ করেছে পুলিশ

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫১ অপরাহ্ণ

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মাতারবাড়ি থেকে পণ্যবোঝাই করার মুহূর্তে লবণের বোট ও পণ্যবাহী ট্রাক জব্দ করেছে মহেশখালী থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোহলিয়া নদীর তীরবর্তী মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট থেকে এসব জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত বড়ুয়া।

তিনি জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে আনা বিভিন্ন বাংলাদেশী পণ্য লবণের বোটে বোঝাই করা হচ্ছে এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে মালামালসহ বোট ও ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক তথ্যে এই বোটের মালিক কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর বলে জানা যায়।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল বোঝাই করে সাগর পথে অবৈধভাবে মায়ানমারে পাচার করে আসছিল একটি চক্র এমন অভিযোগ দীর্ঘদিনের। ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে এসব বাংলাদেশী পণ্য বোঝাই বোট মায়ানমারে এসব পণ্য পাচার করে আসছে।

পুলিশ জানায়, জব্দকৃত মালামাল কারা পাচার করছে এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে বালু উত্তোলনে প্রতিবাদ করায় মামলা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অস্ত্র ও অবৈধ সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক