মহেশখালী থানা পুলিশ উপজেলার মাতারবাড়িতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন প্রকাশ নাছির ডাকাত (৩৩) কে গ্রেপ্তার করেছে। সে মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়ার আবু ছৈয়দের পুত্র।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মাতারবাড়ি রাঙ্গাখালী মইন্যার ঘোনা নামক এলাকার খামার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে, মাতারবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) ইমরান হোসেনের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে পুলিশ জানান।
থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, গতকাল মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গাখালি মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে ২টি দেশীয় তৈরি পিস্তল এবং আড়াই হাত লম্বা একটি কিরিচসহ ডাকাত নাছির উদ্দিন (৩৩) প্রকাশ নাছির ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রমামলা সহ ৫টি মামলা আদালতে বিচারাধীন আছে।