মাতারবাড়িতে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়িতে টমটমের ধাক্কায় এক শিশু স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাইরার ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মারুফ (৬)। সে উক্ত গ্রামের আলতাফ উদ্দিনের পুত্র এবং দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানান, নিহত শিশু মারুফ স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বেপোয়ারা গতির একটি টমটম শিশু মারুফকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। মাতারবাড়ি ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আলী গতকাল রাতে জানান, ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার সহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। চেয়ারম্যান শিশুটির দাফনের ব্যবস্থা করছেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ, স্ত্রীর বয়স ৩৭ দেনমোহর ২ লাখ
পরবর্তী নিবন্ধসিএনজিতে হারানো প্রবাসীর ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ