মাতারবাড়িতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ সচিব

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব জনিত কারণে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ দ্রুততম সময়ের মধ্যে পুনঃনির্মাণ করা হবে। উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকার উপকূলীয় এলাকার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শনিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ষাইট পাড়া ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন। এসময় প্রাণিসম্পদ সচিবের সাথে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, পাউবোর চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী প্রমুখ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পানি সম্পদ সচিব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধহাতে খেলনার পিস্তল ধরিয়ে ছবি প্রকাশের ভয়
পরবর্তী নিবন্ধটেকপাড়ায় বিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে মেয়র