মাতারবাড়ীতে হবে ফ্রি ট্রেড জোন

মধ্যপ্রাচ্যের বৃহৎ কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এ ব্যাপারে আগ্রহী : বিডা চেয়ারম্যান

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার চিন্তাভাবনার কথা বলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের বৃহৎ কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’, যেটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরকে ঘিরে একটি ‘ফ্রি ট্রেড জোন’ পরিচালনা করে। বাংলাদেশেও সেরকম অঞ্চল তৈরিতে কোম্পানিটি সহায়তা করতে আগ্রহী। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বিডা চেয়ারম্যান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, সম্মেলনের তৃতীয় দিনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটা সেশন হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম মধ্যপ্রাচ্যের খুব গুরুত্বপূর্ণ উদ্যোক্তা। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা মহেশখালীকে ঘিরে ফ্রি টেড জোনের দিকে যাওয়ার চিন্তাভাবনা করছি। জেবেল আলি বন্দর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখছে। ওইরকমভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা ফ্রি ট্রেড জোন করার চিন্তা করছি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি ও অন্যান্য সহায়তা নিয়ে আমরা কাজটা করব। আজকে (বুধবার) ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আগমনের এটাই মূল উদ্দেশ্য। অচিরেই বাংলাদেশ থেকে একটি টিম সংযুক্ত আরব আমিরাতে যাবে এবং সেখানে ফ্রি ট্রেড জোন কীভাবে অপারেট করে সেটা দেখবে।

এদিন ইউএনডিপি ও গ্রামীণফোনের সহযোগিতায় তরুণ উদ্যোক্তাদের একটা অধিবেশনে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পরে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। বিডা চেয়ারম্যান বলেন, অনেকগুলো দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বাণিজ্য উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা বৈঠকগুলোতে ছিলেন। বিনিয়োগকারীদের চাহিদার ভিত্তিতে এই ধরনের বৈঠকগুলো হয়েছে। বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ৩৬০ ডিগ্রি ভিউ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড জারা, ইন্ডিটেক্স প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। লাফার্জ হোলসিমের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলাপ হয়েছে।

বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন মন্তব্য করে চৌধুরী আশিক বলেন, আজকে (বুধবার) ইন্ডিটেক্সের সিইও প্রথমবারের মত বাংলাদেশে আসলেন। উনার ভিউ হচ্ছে বাংলাদেশে না আসলে এই দেশ সম্পর্কে অনেক কিছুই জানা হত না। তিনি বলেন, আজকে আমরা বাংলাদেশের ভিশন ২০৩৫ নিয়ে যে ন্যারেটিভটা বলার চেষ্টা করেছিলাম, তারা এর প্রতি পূর্ণ সমর্থন দেবেন বলেছেন যুক্তরাজ্যের ট্রেড টিম। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
পরবর্তী নিবন্ধবাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ড.ইউনূসের ধন্যবাদ