মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা অন্তত এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার সন্ধ্যায় মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌ–কন্টিনজেন্ট অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তালাবদ্ধ একটি ঘর থেকে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ বিপুল পরিমাণ সামগ্রী রয়েছে। জব্দকৃত মালামাল পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।