কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল শনিবার সকাল ১১টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্। পরে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও বন্দর উন্নয়ন প্রকল্প এলাকার পরিদর্শন শেষে তিনি কোল পাওয়ার ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।