মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে পাচারের সময় ১৫ কোটি টাকার ক্যাবল জব্দ

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে অবৈধভাবে পাচার কালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার ক্যাবল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় পাচারে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ৪ নং জেটিঘাট থেকে পাচারকালে এসব তামার ক্যাবল আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা আজাদীকে জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার ক্যাবল পাচারকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম বিদ্যুৎকেন্দ্রের ৪ নং জেটিঘাট হতে বার্জে উত্তোলনকালে ৪০ ফিট ৪টি কন্টেইনার সহ ৭ জনকে আটক করা হয়েছে। ক্যাবলগুলো চট্টগ্রামের ইকবাল মেরিন নামের একটি কোম্পানি সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎকেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সরকারি বিশেষ গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘সংস্কার প্রস্তাবনার ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ’
পরবর্তী নিবন্ধইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর