মাতারবাড়ির কুদ্দুস মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ৫:০৮ অপরাহ্ণ

মাতারবাড়ির ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ ডিসেম্বর) দিবাগত-রাত আনুমানিক ১০ টায় মাতারবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ। তিনি জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি মেম্বার কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মাতারবাড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। আটক পরবর্তী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধগাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরবর্তী নিবন্ধআইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়রের ৭ম বর্ষে পদার্পন