কক্সবাজারের চকরিয়ায় ভাসমান অবস্থায় মাতামুহুরী নদী থেকে মো. হাসান মুরাদ মানিক (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে উপজেলার সাহারবিল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম নয়াপাড়ার জসিম উদ্দিনের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের নদীর কন্যারকুম পয়েন্টে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর পর মাতামুহুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে। এ সময় ওই যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে যুবক হাসান মুরাদ মানিকের এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। তাকে কে বা কারা হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে তা নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। চকরিয়া থানার অধীনস্থ মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ইদ্রিস জানান, সন্ধ্যার দিকে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এর পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।