মাতামুহুরীতে ভয়াবহ ভাঙন বিলীন বসতবাড়ি, ফসলি জমি

চকরিয়ায় শ্যালো মেশিনে অবৈধ বালু উত্তোলন

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে শক্তিশালী শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নদীর দুই তীরে।
পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের কারণে ইতোপূর্বে একটি পাড়ার অন্তত ১৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে চরম হুমকির মুখে নিপতিত হয়েছে পাড়াটির বাকী বসতবাড়ি, স্থানীয় মসজিদ, ফসলি জমিসহ বহু স্থাপনা।
এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার পরও থেমে নেই পরিবেশ বিধ্বংসী এই অপতৎপরতা। উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিকান্দার ৯ম পৃষ্ঠার ৭ম কলাম
পাড়া মসজিদ ও হিন্দুপাড়া সংলগ্ন মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বেশ কয়েকটি শক্তিশালী শ্যালো মেশিনে তোলা হচ্ছে ভূ-গর্ভের বালু।
ভুক্তভোগী সিকান্দার পাড়ার হাবিবুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দুইমাসে আমার এক কানি ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করায় অভিযুক্তরা আমাকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। এই অবস্থায় নিজের জমি তো হারিয়েছি, উল্টো চরম নিরাপত্তাহীনতায় পড়েছি।
সিকান্দার পাড়া জামে মসজিদের দায়িত্বশীল স্থানীয় কয়েকজন দৈনিক আজাদীকে বলেন, ‘পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন, তাদেরকে মারধরও করছেন অভিযুক্তরা। এনিয়ে কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় দিনরাত সমানে অবৈধভাবে বালু উত্তোলনযজ্ঞ দেদার চালিয়ে যাচ্ছে।’
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) মো. আবুল মনসুর দৈনিক আজাদীকে বলেন, ‘পূর্ব বড় ভেওলার সিকান্দার পাড়া এলাকায় মাতামুহুরী নদীতে শ্যালো মেশিনে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিপুল সংখ্যক পাইপ। স্থানীয় মেম্বারকে বিষয়টি নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে আর অবৈধভাবে বালু তুলতে না পারে।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান দৈনিক আজাদীকে বলেন, ‘একের পর এক অভিযানের পরও মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বসতবাড়ি, ফসলি জমি বিলিন হওয়া খুবই দুঃখজনক। যারা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বালু তোলায় ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ গুড়িয়ে দিতে এসি ল্যান্ড ও সংশ্লিষ্ট তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি
পরবর্তী নিবন্ধসংঘর্ষে মুক্তারপুর রণক্ষেত্র