মাতামুহুরীতে নিখোঁজের দুদিন পর পাহাড়ি যুবকের লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

পায়ে হেঁটে নদী পারাপারের সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজের দুদিন পর মাতামুহুরী নদী থেকে ভাসমান অবস্থায় পাহাড়ি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়ায় নদীর বমু বিলছড়ি ইউনিয়নের বমুর মুখ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে নদীতে নেমে নিখোঁজ হয় মংছিহ্লা মার্মা (৩০)। তিনি বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছোট বমু এলাকার ওসাইপ্রু কারবারির পুত্র। বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার আবদুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে বান্দরবানের লামা বাজার থেকে ঘরে ফিরছিলেন মংছিহ্লাসহ তিন ব্যক্তি। তারা মাতামুহুরী নদীর ছোট বমুর ঘাট এলাকায় পৌঁছার পর পায়ে হটে নদী পার হচ্ছিলেন। এ সময় তীব্র স্রোতের মুখে পড়েন তারা। একপর্যায়ে দুইজন সাঁতরে নদী পার হতে পারলেও স্রোতে তলিয়ে যায় মংছিহ্লা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত নিখোঁজের দুইদিনের মাথায় রোববার সকালে তার লাশ ভেসে উঠে নদীতে। এরপর খবর পৌঁছানো হয় পুলিশে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযখন বৃষ্টি নামলো
পরবর্তী নিবন্ধপাগল ও ভবঘুরেদের নিয়ে কাজ করার আহ্বান