মাতামুহুরি নদীতে ডুবে চবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:৪৬ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীতে গোসলে নেমে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী সোহান আল মাফি (২৭) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।

নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

জানা যায়, সোহান আল মাফি চবির লোক প্রশাসন বিভাগের ১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন তিনি। তাঁর পরিবারের বসবাস ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকায়। তিনি আবু হান্নান সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহান ও তাঁর বন্ধু শাকিল গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তাঁরা রিসোর্টের পাশের মাতামুহুরি নদীতে গোসলে নামেন। এসময় শাকিল কূলে উঠতে পারলেও প্রবল স্রোতের টানে তলিয়ে যান সোহান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন সাব অফিসার মো. আব্দুল্লাহ বলেন, “মাতামুহুরি নদী থেকে পর্যটক সোহানের লাশ শুক্রবার বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এ সময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

নিহতের বন্ধু ইবরাহীম খলিল বলেন, “সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আমার বন্ধু সোহান। গতকাল গোসল করতে গিয়ে নদীর স্রোতে ভেসে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হলো। আল্লাহ তাঁর ভুলত্রুটি মার্জনা করে জান্নাত দান করুন।”

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড কুমিরায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর