মাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

দেশজুড়ে রবির বিক্রয় প্রতিনিধি এবং অনুমোদিত পরিবেশক সুপারভাইজারদের বীমা সুবিধা প্রদানে দেশের অন্যতম বীমা প্রদানকারী কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করবে রবি। বীমা সুবিধাগুলোর আওতায় রয়েছে বিতরণ কর্মীদের ওপিডি খরচ, হাসপাতালে ভর্তি, শারীরিক অক্ষমতা, প্রাকৃতিক ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বীমা সুবিধা। একইসাথে টেলিকম খাতে প্রথম কোম্পানি হিসেবে রবি পরিবেশক বিক্রয় প্রতিনিধিদের পরিবারের সদস্যদের বীমা সুবিধা প্রদান করছে।

এ উপলক্ষে সম্প্রতি গুলশানে রবির কর্পোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি সই করেন।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ বলেন, টেলিকম শিল্পের মাঠ পর্যায়ে কর্মীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতা নিশ্চিতে এই ধরনের চুক্তি এটিই প্রথম। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত। আমরা আশা করি, এই উদ্যোগ সুস্বাস্থ্য ও কল্যাণ, ইতিবাচক পদক্ষেপ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা হ্রাসের লক্ষ্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখবে। পাশাপাশি বাংলাদেশের শ্রম কল্যাণে একটি নতুন উদাহরণ তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপিএ বাস্তবায়নে রূপালী ব্যাংক চট্টগ্রামের চতুর্থ স্থান অর্জন
পরবর্তী নিবন্ধভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন