চারদিক চুপচাপ নীরব নিঝুম
চুপিচুপি হাঁটে মন নেই চোখে ঘুম
কান পেতে শোনা যায় পাতাদের ডাক
মাঝে মাঝে হেঁকে ওঠে পাতি দাঁড় কাক।
মার চোখে ঘুম দিয়ে পরি চলে যায়
দুপুরের হাতছানি আয় খুকু আয়
জানালার কাচ ভেঙে ফড়িংয়ের দল
চুপিচুপি ডেকে বলে আয় সাথি চল।
দুই পায়ে বেজে ওঠে দস্যি নূপুর
চিকচিক করে সাজে রঙিন দুপুর
পায়রাটা খুলে দেয় দরজার খিল
পাতাদের সাজগোজ করে ঝিলমিল।
দুপুরের সোনা রোদে ঘাসেদের চুম
করে দেয় আহ্লাদী কেড়ে নেয় ঘুম
সেই ডাক শুনে আহা ঘরে থাকা দায়
দুরন্ত মন তাই ঘুড়ি হয়ে যায়।
দুপুরের ডাক শুনে ছুটে যায় মন
অলি–গলি মাঠ হয় যখন তখন
হাতছানি দিয়ে ডাকে রঙিন দুপুর
প্যারেডের মাঠে বাজে রোদের নূপুর।