মাঠে সতীর্থকে মারতে গেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মাঠে সচরাচর ঠান্ডা মাথার ক্রিকেটর হিসেবে খ্যাতি রয়েছে মুশফিকুর রহিমের। কিন্তু গতকাল মাঠে মেজাজ হারালেন তিনি। থাপ্পড় মারতে চাইলেন সতীর্থ নাসুম আহমেদকে। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে খেলায় ইনিংসের ত্রয়োদশ ওভারে ঘটে সে ঘটনা। নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলেই দ্রুত একটি রান নেন আফিফ হোসেন। বোলার ও কিপার দুজনই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছে বল ধরেই হাত বাড়িয়ে মারের ভঙ্গি করেন নাসুমের দিকে। দ্বিতীয় ঘটনা সপ্তদশ ওভারে। বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ হোসেন।
মুশফিক শর্ট লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভস বন্দি করেন বল। শর্ট ফাইন লেগেই ফিল্ডার ছিলেন নাসুম। তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন। খুব একটা কাছাকাছি যাননি বা মুশফিকের জন্য বাধার সৃষ্টি করেননি। কিন্তু এবারও মুশফিক ক্যাচ নিয়েই নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন। মুশফিকের হাত ছুটে আসছে ভেবে তাৎক্ষনিকভাবে মুখ সরিয়ে নেন নাসুম।
এরপরই অবশ্য নাসুম হাত বাড়িয়ে মুশফিককে ধরে দুঃখ প্রকাশের ভঙ্গি করেন। মুশফিকও স্বাভাবিক হওয়ার আচরণ করেন। তবে দেশের একজন সিনিয়র ক্রিকেটার হয়ে সতীর্থের গায়ে হাত তুলতে যাওয়া মুশফিকের জন্য বিস্ময়কর এবং প্রায় নজিরবিহীন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধমাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সভা অনুষ্ঠিত