চসিক নির্বাচনে আজ ভোটগ্রহণের দিন সরকারদলীয় পাঁচ শতাধিক আইনজীবী নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। ভোট কেন্দ্রে দলীয় প্রার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে তাদের আইনী সহায়তা দিয়ে সহযোগিতা করবেন আইনজীবীরা।
গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজাদীকে বলেন, বিভিন্ন নির্বাচনী ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোর নিকটবর্তী স্থানে আমাদের আইনজীবীরা অবস্থান করবেন। ভোটগ্রহণ চলাকালে দলীয় প্রার্থীরা কোনো সমস্যায় পড়লে সেক্ষেত্রে তাঁদের বিভিন্ন অভিযোগের বিষয়ে আইনী সহায়তা প্রদান করবেন আইনজীবীরা। জানা গেছে, এবার নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ১৭২ জন সাধারণ কাউন্সিলর ও ৫৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।












