কি মাঠে আর মাঠের বাইরে কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। মাঠে যেমন শান্তরা পারছেননা ভাল পারফর্ম করতে তেমনি মাঠের বাইরে দারুন সমালোচনার মুখে পড়ছে কর্তারা। সিলেট টেস্টে হারের পর অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ দল। আজকে কঠিন পরীক্ষায় নামতে হবে শান্তর দলকে। সিলেট টেস্টে শান্ত কিছুটা ভাল খেলতে পারলেও বাকিরা তেমন ভাল করতে পারেনি। বিশেষ করে মুশফিক ছিলেন নিষ্প্রভ। ব্যাটারদের ব্যর্থতার সাথে সমানতালেই যেন হেটেছে বোলাররা। একমাত্র মেহেদী হাসান মিরাজের কথা বাদ দিলে বাকিরা ছিল হতাশার সাগরে নিমজ্জিত। তাই ক্রিকেটাররা চাইছে চট্টগ্রাম টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে। মাঠে শান্তদের এমন বিবর্ন পারফরম্যান্সের সাথে এবার যোগ হয়েছে মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকান্ড। বোর্ড সভাপতি অর্থ সরিয়ে নেওয়ার বিষয়টি রীতিমত ঝড় তুলছে সমালোচনার। সে সমালোচনার রেশ না কাটতেই ঢাকা লিগে তাওহিদ হৃদয় কান্ডে যেন আরো টালমাটাল দেশের ক্রিকেট প্রশাসন। যার প্রভান নিশ্চিত করে হলেও পড়ছে ক্রিকেটারদের মাঠের খেলায়। একে তো মাঠের পারফরম্যান্সে হতাশা, তার ওপর যোগ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে বিতর্কের ঘনঘটা। গত কয়েক দিন ধরে দেশের ক্রিকেটে এসবই চলছে। সেসব পারিপার্শ্বিকতা সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। আর সে সবকে পেছনে ফেলে দিতে চান ক্রিকেটাররা। দলেল কোচ বললেন জয়ের জন্যই নামবে বাংলাদেশ। প্রায় ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে এর কোনো বিকল্পও নেই স্বাগতিকদের। তবে প্রথম ম্যাচের বদলা নিয়ে চার দিনেই ম্যাচ জিততে ব্যাটে–বলে প্রয়োজন দাপুটে পারফরম্যান্স। এজন্য মাঠে দেখাতে হবে ইতিবাচক মানসিকতা। বাংলাদেশ দলও সে মানসিকতা দেখাতে প্রস্তুত।