বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া–বরইছড়ি সড়কের কুকিমারা এলাকায় প্রধান সড়কের বেশিরভাগ অংশ ধসে পড়েছে। এতে করে গতকাল রোববার সকাল থেকেই রাঙামাটি শহরের সঙ্গে জেলার কাপ্তাই, রাজস্থলী উপজেলা ও বান্দরবানের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সন্ধ্যা থেকে সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই বাসসহ ভারি যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সওজ। স্থানীয় ও সওজ সূত্রে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরে কুকিমারা এলাকায় এই সড়কের নিচের অংশে ভাঙন দেখা যায়। ভাঙন অংশের নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কটির বেশিরভাগই ধসে পড়ে। রোববার সকালে সড়ক ধসে পড়ার পর সড়ক মেরামতে কাজ শুরু করবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কাপ্তাই উপজেলার বরইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমির হোসেন বলেন,গত কয়েকদিনের অতিবর্ষণে ঘাগড়া–বড়ইছড়ি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ে। গতকাল রোববার সকাল হতে এই সড়কে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান,আগেই সড়কটিতে ভাঙন দেখা দিয়েছিল। এরপর শনিবার একটু বেশি বৃষ্টি হওয়ার কারণে সড়কের নিচের থেকে মাটি সরে গিয়ে রোববার সড়কটি ধসে পড়েছে। সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ রাস্তাটি মেরামতের কাজ করছে।
সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আজাদীকে জানান, সড়ক ধসে পড়ার খবর পেয়ে সকাল থেকে সড়ক বিভাগের লোকজন রাস্তা মেরামতের কাজ করতেছে।আমি নিজেও ঘটনাস্থল থেকে কাজের তদারকি করছি। সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি সম্পূর্ণ মেরামত রাতের মধ্যে হয়ে যাবে। সন্ধ্যা থেকে সিএনজি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে বাসসহ ভারি যান চলাচল করতে পারবে। যারা এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে তারা বিকল্প সড়ক হিসেবে রাঙামাটির আসামবস্তি–কাপ্তাই সড়ক হয়ে চলাচল করতে পারবে।












