মাটি থেকে বেরিয়ে পড়ল সেই মৃত তিমিটি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২ মে, ২০২১ at ৯:২৬ অপরাহ্ণ

সামুদ্রিক জোয়ারের ধাক্কায় মাটি থেকে বেরিয়ে আসা সেই মৃত তিমিটি ফের হিমছড়ি সৈকতেই পুঁতে ফেলা হয়েছে। গত ১০ এপ্রিল মৃত তিমিটি ভেসে আসার পর সেখানে মাটি চাপা দেয়া হয় কিন্তু ঘটনার ২২ দিনের মাথায় আজ রবিবার (২ মে) বিকাল ৩টার দিকে সামুদ্রিক জোয়ারের সাথে মাটি সরে গিয়ে তিমিটি কবর থেকে বেরিয়ে পড়লে বনকর্মীরা আবারো সেখানেই মাটি চাপা দেয়।
উল্লেখ্য, গত ৯ ও ১০ এপ্রিল পর পর দুইদিনে দু’টি মৃত তিমি ভেসে আসে কক্সবাজারের হিমছড়ি সৈকতে। পরে বনকর্মীরা তিমি দু’টি সৈকতেই পুঁতে ফেলে কিন্তু আজ রবিবার বিকালে সাগরের ভাঙনে কবর থেকে বেরিয়ে পড়ে দ্বিতীয় তিমিটি।
এরপর সৈকতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের মাঝে নতুন করে আরো একটি মৃত তিমি ভেসে আসার গুজব রটে যায়।
খবর পেয়ে বনকর্মী, বিজ্ঞানী ও মিডিয়াকর্মীরা ঘটনাস্থলে ভিড় করেন। পরে আসল বিষয়টি পরিষ্কার হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ূন কবীর বলেন, “আজ রবিবার বিকালে হিমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে আসার খবরে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে নিশ্চিত হয়েছি যে আগের তিমিটিই সাগরের ভাঙনে কবর থেকে বেরিয়ে এসেছিল। পরে সেটি আবারো পুঁতে ফেলা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু