কক্সবাজরের চকরিয়ায় বাড়ির পেছনে মাটি কাটার পর সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পৃথক পরিবারের পাঁচ বছর বয়সী এই দুই শিশু মিলে খেলা করছিল। খেলার ছলে পরিবার সদস্যদের অগোচরে শিশু দুটি গর্তের পানিতে ডুবে মারা যাওয়ার দুই পরিবাসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু পরিচয় হলো- দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের শিশুকন্যা মো. নোমান ও একই এলাকার বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস।
মারা যাওয়া শিশু নোমানের দাদা নুরুছ ছফা বলেন, বাড়ির পেছনের অংশ থেকে গত কয়েকদিন আগে মাটি কাটা হয়। এতে বড় গর্তের সৃষ্টি হয় এবং সেখানে পানি জমে।
আজ বৃহস্পতিবার দুপুর দুপুর বারোটার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিল। খেলার ছলে হঠাৎ করে দুইজন ওই গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। পরে তাদের দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে। একসঙ্গে দুই শিশু মারা যাওয়ার ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।











