খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সোনালী ব্যাংক শাখায় চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পান।
সোনালী ব্যাংক মাটিরাঙা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান জানান, দুর্বৃত্তরা গেট ও সদর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির আগে সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়। তবে তারা ব্যাংকের মূল ভল্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।











