খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. শামছুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাটিরাঙা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল কাজল। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।