মাটিরাঙায় কিশোরীকে গণধর্ষণ ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে রিমন ত্রিপুরা (২২) কে গ্রেপ্তার করা হয়। গত বুধবার সন্ধ্যায় রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল ত্রিপুরা (১৭) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মাটিরাঙা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে চার জন স্থানীয় যুবক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে হেডম্যানকার্বারির মাধ্যমে বিষয়টি আপসমীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এই ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে মাটিরাঙা থানায় মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি সুমন বিকাশ ত্রিপুরা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আর ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধনিজের টাকায় কেনা জাহাজ বুঝে নিল বিএসসি, শীঘ্রই বাণিজ্যিক কার্যক্রম শুরু