খাগড়াছড়ির মাটিরাঙায় অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেছেন, আটককৃত খজেন্দ্র ত্রিপুরাকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।