মাটিরাঙায় অস্ত্রসহ যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেছেন, আটককৃত খজেন্দ্র ত্রিপুরাকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসস্ত্রীক করোনা আক্রান্ত সুজন
পরবর্তী নিবন্ধরোটারিয়ান রবি শংকর দাশের শোকসভা আজ