মাটিরাঙায় ৬ লাখ টাকা মূল্যের গাড়ীর যন্ত্রাংশ জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ২:০০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ ও রেজিষ্ট্রেশনবিহীন সিএনজিসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ডেল গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ সময় মো: বিল্লাল হোসেন ও মো: শাহ আলম নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ বাজারজাত করার জন্য এনে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙার গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধটস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধপতাকা উড়িয়ে আইকনিক স্টেশন ও রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী