মাটিরাঙায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় গাছ চাপায় কামাল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাটিরাঙা উপজেলার তাইন্দং নোয়াপাড়ার খোরশেদ আলমের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে তাইন্দং হাজাছড়া এলাকায় কাঠ আনতে যান কামাল মিয়া। কাঠ বহন করতে গিয়ে চাপা পড়ে গুরুতর সে গুরুতর আহত হয়। তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রতিদিনের মত সকালে কাঁধে কাঠ বহন করার সময় পা পিছলে গেলে গাছ চাপা পড়ে সে আহত হয়। আহত অস্থায় পানছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানায়, ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদারের সাইডে কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে কামাল মিয়া আহত হয়। পরে হাসপাতালে নিলে মারা যায়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, মাটিরাঙায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যুর ঘটনা কথা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষতা থাকলে পুরো পৃথিবী হাতের মুঠোয় : ভিসি
পরবর্তী নিবন্ধমাদক মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড