মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলল যাত্রী, নামার পর গ্রেপ্তার

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলা এক যাত্রীকে দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের পর গ্রেপ্তার করা হয়েছে। খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি গতকাল শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজের।

জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১২৪ ফ্লাইটটির আধ ডজন যাত্রী শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন, তাদেরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যে যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানের দরজা খুলে ফেলেছিল তার বয়স ৩০ এর ঘরে। বিমানটি দক্ষিণ কোরিয়ায় অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, বলেছে বার্তা সংস্থা ইয়োনহাপ। স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে বিমান দায়েগুতে নামে, তার কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খোলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে বিমানের এক পাশে ফাঁকা অংশ এবং সিটে বসে থাকা যাত্রীদের দিকে বাতাস ধেয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

সপ্তাহান্তে একটি ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক স্কুলবয়সী একাধিক শিশুও ওই ফ্লাইটে ছিল।

ওই বাচ্চারা কাঁপছিল, কাঁদছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল, ইয়োনহাপকে বলেছেন এক অভিভাবক। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, জানিয়েছে আসিয়ানা এয়ারলাইন্স।

পূর্ববর্তী নিবন্ধ৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের
পরবর্তী নিবন্ধইউক্রেনে জিততে পারবে না রাশিয়া : যুক্তরাষ্ট্র