কুয়েত থেকে ঢাকার পথে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের এক যাত্রী মারা গেছেন। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করলেও তাকে বাঁচানো যায়নি বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান। মারা যাওয়া ব্যক্তির নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ‘আমরা এখন তাকে নিজ খরচে দেশে আনার প্রস্তুতি নিচ্ছি। নাম–পরিচয় পরে জানানো হবে।’
এদিকে গতকাল শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি যাত্রীবাহী ও একটি কার্গো বিমান সিলেট, চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।











