মাঝি-যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট দিল বোয়ালখালী পৌরসভা

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতু বন্ধ থাকায় ফেরি দিয়ে যাতায়তের পাশাপাশি নৌকা নিয়েও পার হচ্ছেন অনেকে। তাদের সুবিধার্থে বোয়ালখালী পৌরসভা নৌকার মাঝি ও যাত্রীদের জন্য ৩০টি নৌকায় ১০টি করে লাইফ জ্যাকেট প্রদান করেছে। গতকাল বুধবার বিকাল ৩টায় লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

এ সময় কাউন্সিলর সিরাজুল হক, সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, হাজি নাছের আলি, মোহাম্মদ পারভেজ, শাহনাজ পারভিন নিলু, প্রকৌশলী মিনাল কান্তিসহ কাউন্সিলর ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ হলে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি পারাপারে সময় বেশি লাগায় অনেকেই নৌকা করে নদী পার হচ্ছেন। নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই লাইফ জ্যাকেট বিতরণের উদ্যোগ নেন পৌর মেয়র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীর পাশে দাঁড়ালো হাজি আবদুল হান্নান ট্রাস্ট
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শেই আমরা দেশকে এগিয়ে নেব : পেয়ারুল ইসলাম