মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ‘সাম্য মানবিক নিরাপদ সমাজ গঠনে জনমত সৃষ্টি লক্ষ্য উঠান বৈঠক’ বাদশা মিয়া বাই লেইন/ফরিদ সওঃ বাড়ী বাই লেইন/মাজার বাড়ী বাই লেইনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সমাজের সকল মুরব্বিদের জন্য মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সমাজের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মুফতি মাওলানা আসহাবউদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সদরঘাট থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) হাবিব সাস্তি। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি শফিক আহমেদ, সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর। আরো বক্তব্য রাখেন সমাজের উপদেষ্টা দেলোয়ার হোসেন বাচা, সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, দানু মিয়া, মোহাম্মদ হাসান, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ডাক্তার মোহাম্মদ আলী, কবির আহমেদ, সাধারণ সদস্য আক্তার নেওয়াজ করিম, আব্দুর রহমান, মোহাম্মদ নাসির, নুরুল আমিন, সাদেক মোহাম্মদ, হাজ্বী ফরিদ, দিদারুল ইসলাম দিদার, নুরুল ইসলাম, মোহাম্মদ আহসান, হারুন–অর–রশিদ, কামরুল ইসলাম, আবছার উদ্দিন, রবিউল হোসন, ইসমাইল, মঞ্জু মিয়া, মির্জা মারুফ, জহির মিয়া, শওকত আলী, জিয়াউদ্দিন মুন্না, জাহাঙ্গীর, আশরাফ হোসেন মুক্তার, আবদুল মোতালেব মুন্সি, জহির মিয়া, আকিব, মাসুদ খাঁন, আবু রায়হান রবিন, মোহাম্মদ জিতু। প্রেস বিজ্ঞপ্তি।












