দীর্ঘ আটাইশ বছর পর শ্রম অধিদপ্তরের মাধ্যমে মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে মোট ১৫ টি পদে ফরম বিতরণ শুরু হয়েছে।
গতকাল সকালে মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির অফিসে এক সভা শেসে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু করেছে শ্রম অধিদপ্তরের কর্মকতারা। আরো দুই দিন ফরম বিতরণ শেষে আগামী ১৮ জানুয়ারি একটি কনভেনশন সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন জিয়া, আবু সরওয়ার বাবুল, হাজী আবু সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক জামাল উদ্দিন, মো: তারেক, চন্দন দেব, ছাবের আহমেদ, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম কেরামত আলী, চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরাম আহবায়ক মশিউল আলম স্বপন, সদরঘাট থানার আহবায়ক হাজী সালাউদ্দিন কাওসার বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ আটাইশ বছর পর মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং বর্তমানে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবার অংশ গ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। প্রেস বিজ্ঞপ্তি।