মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ–সভাপতি মো. ইব্রাহিম ভোল কোম্পানি। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সম্পাদক মো. বাদশা মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক রিপোর্ট পেশ করেন মাঝির ঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক। বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের প্রতিনিধি মো. রিদুয়ান, সহ– সভাপতি মো. জামাল উদ্দীন, মো. ইসহাক, যুগ্ম সম্পাদক এম এ মুসা বাবলু, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সদস্য মো. আবু ছিদ্দিক, মাঝির ঘাট ট্রাক ড্রাইভার সমিতির সভাপতি মো. সহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমিতির সদস্য মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, রবিউল হোসেন, ওসমান রাজু ও মো. সাবের। সভাপতি শেষ কার্যকরী কমিটির বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এতে আছেন চসিক সাবেক কাউন্সিলার মো. জয়নাল আবেদীন, মো. আবু সারোয়ার বাবুল ও আবু ছিদ্দিক। সভায় কোরআন তেলাওয়াত করেন এস আর ভি মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হামিদুর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।