ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগে অংশগ্রহণকারী মাঝিরঘাট ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের এক প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জামাল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি লায়ন হারুনুর রশিদ মান্না, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন মুক্তার ও কার্যনির্বাহী সদস্য লায়ন এম এ মুছা বাবলু, মো. হারুনুর রশিদ। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মাহাফুজকে চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মেসার্স এস টি পরিবহনের মালিক মো. শাহাজাহানকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি ফুটবল কমিটি গঠন করা হয়। এছাড়া টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ রবিউল হোসেনকে। সহ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আরিফ, মো. অনিক প্রমুখকে।











