মাজার-সংস্কৃতি ইসলামের অংশ, এর মাধ্যমে ধর্মীয় ঐক্য সৃষ্টি হয়

মাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে বক্তারা

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে ২১তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা বলেছেন, হযরত মুহাম্মদ (.)-এর জীবন আমাদের জন্য একটি পরিপূর্ণ দিকনির্দেশনা। তাঁর আদর্শে রয়েছে মানবতার কল্যাণ, সমপ্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠা। তিনি কখনো কারও প্রতি অবিচার করেননি, এবং তাঁর জীবন ছিল মানবতার জন্য একটি অনুকরণীয় উদাহরণ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আওলাদে রাসুল ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.) আয়োজন, ব্যবস্থাপনা ও ছদারতে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা এসব কথা বলেন। নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মহারাষ্ট্রের আল জামেয়াতুর রজভিয়া দারুল উলুম আমজাদিয়া মাদ্রাসার আল্লামা মুফতি মুহাম্মদ ফয়েজ আহমদ রিজভী মিসবাহী।

আমন্ত্রিত ওয়ায়েজিন ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী, চন্দনাইশ জামিরজুরী রজভিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি এ বি এম আমিনুর রশীদ, মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মওলানা সৈয়দ মুহাম্মদ বশির উল আলম, নোয়াখালী ইমামে আযম সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, ফনিক্স শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সহসভাপতি মাওলানা মুহাম্মদ আবুল মনছুরের যৌথ সঞ্চালনায় জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিলে খলিফায়ে গাউছুল আজমের দরবারের আওলাদগণ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, অঙ্গসংগঠন, জেলা, মহানগর, উপজেলা, শাখা দায়রা, খেদমত কমিটিসহ হাজারো আশেক, ভক্ত, মুরিদান ও স্থানীয় নবীপ্রেমিকগণ উপস্থিত ছিলেন।

মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, “মহানবী (.)-এর জীবন ছিল শুধু ধর্মীয় বিধান অনুসরণের জন্য নয়, বরং তিনি মানবতার মুক্তি, সহানুভূতি, এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। ” সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাইমাজার সংস্কৃতি ইসলামের অংশ। এটি মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। ইসলামের প্রচার প্রসার ও মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ধর্ম প্রচারক ও ধর্মীয় ব্যক্তিত্বদের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য মাজার প্রতিষ্ঠা করার প্রবণতা বৃদ্ধি পায়, ইসলামি স্থাপত্যের বিকাশ দেখা যায়। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)

পূর্ববর্তী নিবন্ধএসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তিও সর্বোচ্চ