হাটাহাজারী ধলই ইউনিয়নের কাটিরহাট পশ্চিম ধলই (সফিনগর) গ্রামের হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন হযরত শাহ মনোহর (রহ🙂 এর মাজার ভাঙতে এসে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১০টার দিকে একদল লোক এসে মাজার ভাঙার প্রস্তুতি নেয়ার কথা বলার সময় স্থানীয় কিছু ছেলে সেটি শুনতে পেয়ে এলাকার মুরুব্বীদের জানায়। এরমধ্যে মসজিদের মাইকে মাজার ভাঙতে আসা দুর্র্বৃত্তদের প্রতিরোধে আহ্বান জানানো হয়। পরবর্তীতে দলে দলে আসা হাজারো এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জানতে চাইলে হযরত শাহ মনোহর (রহ🙂 মাজার পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলম চৌধুরী বলেন, মাজার ভাঙতে আসা লোকজন এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে গেছে। আমাদের শরীরে একফোটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এসব দুর্বৃত্ত হায়েনাদের প্রতিরোধ করে যাবো। আমি প্রশাসনের লোকদের প্রতি মাজারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন দৈনিক আজাদীকে বলেন, ধলই ইউনিয়নের পশ্চিম ধলই সফিনগর গ্রামের হযরত শাহ মনোহর (রহ🙂 এর মাজার ভাঙতে আসার খবরটি আমি শুনেছি। পরে আমি খোঁজ নিয়েছি, স্থানীয় জনতা বলছে–যারা ভাঙতে এসেছে, তাদের তারা চিনতে পারেনি।