মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

| সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সংস্থা২ শাখা থেকে জারিকৃত পত্রে এ নির্দেশ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে মর্মে জারিকৃত পত্রে উল্লেখ করা হয়েছে। খবর বাসসের।

এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলিআউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তিশ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির আরও তিন থানায় নতুন ওসি
পরবর্তী নিবন্ধ৭ কোটি টাকার ম্যুরালের পরিকল্পনা বাদ