টেকনাফে ১০ বছর সময় ধরে ছদ্মবেশে মাজারের খাদেম সেজে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। পুলিশও ছদ্মবেশ ধরে সেই খাদেম মো. আবুল কাশেম (৫৮) কে গ্রেপ্তার করে। আজ শুক্রবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড দমদমিয়া মাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোররাতে টেকনাফের দমদমিয়া মাজার হতে মাদকদ্রব্য মামলার ঘটনায় ১ বছরের সাজাপ্রাপ্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর দমদমিয়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।
উক্ত আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ ১০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে। এরপর সে মামলার ঘটনা আড়াল করার জন্য দমদমিয়া মাজারের খাদেম হিসেবে নিয়োজিত হয় এবং লম্বা চুল ও দাড়ি রেখে দেয়।
উক্ত আসামিকে গ্রেপ্তার করতে থানার অফিসারদের দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করতে হয়েছে বলেও জানান তিনি।












