চকরিয়া–বদরখালী সড়কে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল মহেশখালী থেকে চকরিয়াগামী একটি মাছ বোঝাই গাড়িতে হামলা চালিয়ে ৫ লাখ টাকার চিংড়ি ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের নূরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় ডাকাতদের মারধরে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশ।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরা ঘোনা গ্রামের গুরা পাড়ার বাসিন্দা কালামিয়ার পুত্র আহত মাছ ব্যবসায়ী বাবুল জানান, তিনি ও তার সহযোগী ব্যবসায়ী মিলে বড় মহেশখালীর বিভিন্ন চিংড়ি ঘের থেকে মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে নিয়ে যান। বৃহস্পতিবার ভোররাতে একটি মিনি ট্রাক নিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ বোঝাই করে চিরিঙ্গা যাচ্ছিলেন। ভোর প্রায় সাড়ে ৪টায় তাদের গাড়িটি শাহারবিল ইউনিয়নের নূরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। সড়কের পাশে গাড়ি রেখে ড্রাইভার ইঞ্জিন মেরামত করছিলেন। এ সময় ১০–১২ জন সশস্ত্র ডাকাত অন্য একটি গাড়ি যোগে এসে তাদের ব্যাপক মারধর করে সম্পূর্ণ মাছ লুট করে নিয়ে যায়। ডাকাত দলের মারধরে তিনি ও তার ভাগিনা মিজান গুরুতর আহত হন। আহত মিজান জানান, মাছ ছাড়াও তাদের কাছ থেকে ২০ হাজার নগদ টাকা, ড্রাইভারের ১০ হাজার টাকাসহ ৩টি মোবাইলও নিয়ে গেছে ডাকাত দল। উল্লেখ্য, চকরিয়া–বদরখালী সড়কে ইতিপূর্বেও মহেশখালীর একাধিক মাছ ব্যবসায়ী ডাকাতের কবলে পড়ে মাছসহ তাদের সর্বস্ব খুঁইয়েছে।