কক্সবাজারের উখিয়ায় শখের বসে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ও দুপুরে পৃথকভাবে ইনানী সৈকতে দুইজনের মরদেহ ভেসে উঠে। এর আগে গত শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে জোয়ারের স্রোতে ভেসে যায়।
জানা যায়, ভোরে ইনানী সৈকতে ভাটার সময় প্রথমে উদ্ধার করা হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) লাশ। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে দুপুরে একই সৈকত থেকে আরেক শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) লাশ উদ্ধার করে কোস্টগার্ড। হাবিবুল মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে একদল কিশোর বন্ধুর সাথে ওই দুইজন সমুদ্রে মাছ ধরতে যায়। এ সময় স্রোতের টানে ভেসে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা ও কোস্টগার্ড তাদের উদ্ধারে চেষ্টা চালালেও জীবিত আর পাওয়া যায়নি। অবশেষে এক দিন পর ভেসে এলো দুজনের লাশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।