লালমনিরহাটে একটি ডোবায় ৯৩ লাখ টাকার নোট পাওয়া গেছে, যেগুলো আসল না জাল এখনও জানা যায়নি। সদর থানার ওসি শাহা আলম জানান, গত বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের জেলখানা রোডের খোর্দ সাপটানা এলাকার একটি ডোবায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি ৬৬ লাখ টাকা পান। পরে ফায়ার সার্ভিস সেখান থেকে প্রতিটি এক লাখ টাকার আরও ২৭টি বান্ডিল উদ্ধার করে। খবর বিডিনিউজের।
স্থানীয়রা জানান, ডোবায় মাছ ধরার জন্য গিয়েছিলেন স্থানীয় এক ব্যাক্তি। মাছ ধরার ‘টেপরাই’ (বাঁশের তৈরি এক ধরনের মাছ ধরার ফাঁদ) বসিয়ে কাদা চাপিয়ে দিতে গিয়ে টাকা দেখতে পান। পরে ওই ব্যক্তি স্থানীয় অন্যদের সহায়তায় পুলিশে খবর দেন।
ওসি শাহা আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬৬ বান্ডিল এক হাজার টাকার নোট উদ্ধার করেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে অভিযান চালানো হয়। তারা প্রতিটি এক লাখ টাকার আরও ২৭টি বান্ডিল উদ্ধার করেছে। উদ্ধার টাকার বান্ডিলের উপর ‘লাকী কুপন’, ‘সাথী সংঘ’ ও ‘ভাগ্য পরিবর্তন’ স্টিকার লাগানো আছে। ওসি বলেন, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হয়েছে। টাকাগুলো থানায় রাখা হয়েছে জানিয়ে। এগুলো এখনও পরীক্ষা-নিরীক্ষা হয়নি। আসল নাকি জাল তা পরীক্ষার পর জানা যাবে।