মাছ চাষের জন্য ঋণ

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বিভিন্ন গ্রামাঞ্চলে বহু পুকুর দীঘি হাজামজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসব দীঘি/ পুকুরে মাছ চাষ করা হয় না। আবার বহু সংখ্যক পুকুর ভরাট হয়ে গেছে। গ্রীষ্মকালে এসব পুকুর দীঘি শুকিয়ে যায়। কোন কোনটির মাঝখানে হাঁটু পরিমাণ পানি থাকে। সূর্যের তাপে পানি গরম হয়ে মাছ মারা যায়। তলদেশ ফেটে চৌচির হয়। আগের দিনের খননকৃত পুকুরগুলোর একক মালিকানা নেই। পরিবারের লোকসংখ্যা বৃদ্ধির ফলে মালিকানার সংখ্যা বাড়ছে। একজন মাছ চাষে এগিয়ে আসলে অন্যজন বাধা দেয়। ফলে পরিকল্পিতভাবে মৎস্য চাষ হয় না। সরকার গ্রামের পুকুর দীঘিতে মাছ চাষের জন্য যদি ঋণ প্রদানের ব্যবস্থা করে হাজামজা পুকুর সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নেওয়া সম্ভব। গ্রাম অঞ্চলের মানুষ অধিকাংশ গরীব এবং অনেক যুবক বেকার। তাদের প্রশিক্ষণ দিয়ে মাছ চাষের জন্য ঋণ সহায়তা দিলে মৎস্য চাষ করে উৎপাদন বৃদ্ধি সহজ হবে।
এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওস্তাদ আলাউদ্দিন খাঁ
পরবর্তী নিবন্ধমামার বাড়ি আজ কেবলই স্মৃতি