মাছে ক্ষতিকর রং, তিন ব্যবসায়ী আটক, লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাছে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিন মাছ ব্যবসায়ীকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকালে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। এ ঘটনায় ইউনিয়নের মুহুরীহাট এলাকার হারুনুর রশিদের পুত্র মো. মিজানকে ৩০ হাজার টাকা, চারিয়া এলাকার আদু মিয়ার পুত্র মো. রফিককে ৪০ হাজার টাকা ও গুমানমর্দ্দন ইউনিয়নের সিরাজুল হকের পুত্র মো: জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ইউএনও মো. শাহিদুল আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারে মাছে মানবদেহের ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তাৎক্ষণিক একজন ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীরা পালিয়ে যান। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করে তিন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছর পর চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্টের মোড়ক উন্মোচন