বৃষ্টি এলো ঝমঝমিয়ে
চোখে খুবই ঘুম
এমন সময় দাদা এসে
বলল মাছের ধুম।
দাদার সাথে পাতিল নিয়ে
সোনাই বিলে যাই
ঠ্যালা জালি ঠ্যালা দিয়ে
চিংড়ি পুঁটি পাই।
গুচি ট্যাংরা সবচেয়ে কম
শোলের পোনা বেশী
চাঁদা খইলসে বাইলে টেপা
পড়লে হইনা খুশি।
কালহে দারকে মৌশি চেলা
দেয় যে খুবই ফাঁকি
চেকা টেপা ধরে নিলে
আগুন হয় যে কাকি।